বিশ্বের শীর্ষ ১০ টি ধনী দেশের তালিকা| Top ten richest country in the world||

বিশ্বের শীর্ষ ১০ টি ধনী দেশের তালিকা| Top ten richest country in the world||
______________________________________________
______________________________________________

Top ten richest country in world


বর্তমান সময় বন্ধুদের আড্ডা  কিংবা ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনার যেকোন ক্ষেত্রে আমাদের মাঝে একটা প্রশ্ন বেশ মাথায় চলে আসে সেই প্রশ্নটা হল যে বিশ্বে কোন দেশটি সবচেয়ে বেশি ধনী বা কোন দেশের সম্পত্তি সবচেয়ে বেশি পরিমাণ? আবার এমনও প্রশ্ন আসে যে বাংলাদেশেরই বা অবস্থান কততম বিশ্বে ধনী দেশের কাতারে?আজকে এই সকলে প্রশ্নের উত্তর জানবো এই একটি আর্টিকেলের মাধ্যমে।

তো চলুন আজকের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেই বিশ্বের সেরা ধনী ১০ টি দেশ সম্পর্কে। যে দেশগুলো অন্যান্য দেশগুলোর থেকে সকলক্ষেত্রে ঢেরবেশি আগানো।


আমরা প্রায় সবাই হয়তো জেনে থাকবো একটি দেশ কতটা ধনী বা সমৃদ্ধ বা দরিদ্র সেটা নির্ভর করে  ওই দেশের ক্রয়ক্ষমতার উপর।অর্থাৎ ওই দেশের ক্রয়ক্ষমতা কতটুকু মানে তারা কি পরিমান জিনিস আমদানি করে বা কি পরিমাণ রপ্তানি করে সেটা উপর। ওই দেশ যে অর্থ আয় করে, সেই পরিমাণ অর্থ দিয়ে ওই দেশ  কি কি কিনতে পারে। তবে একটি দেশের সাথে অন্য একটি দেশের পন্যের দর কখনোই মিলবে না। আর এইজন্যই বিভিন্ন দেশের জিডিপির আকার হিসেব করা হয় পিপিপির ভিত্তিতে যার মাধ্যমে এক দেশের অর্থনীতির সাথে অন্য দেশের অর্থনীতির তুলনা করা যায়। মূলত নমিনাল জিডিপিকে ‘পিপিপি ডলারে জিডিপি’তে রূপান্তরিত করা হয় এই কারনেই যার মাধ্যমে জনগনের জীবনযাত্রার মান তুলনা করা যায়। যেমন ধরুণ, বাংলাদেশে একটি টি-শার্ট কিনতে খরচ হয় ৪০০ টাকা,  যা কিনতে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত খরচ হবে ৪ডলার বা ৪ ইউরো। এ হিসাবে মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য দাঁড়াবে ১০০ টাকা। অর্থাৎ পিপিপিতে ১ ডলার সমান ১০০ টাকা।

চলতি বছরে International Monetary Fund(IMF) এপ্রিল মাসের তথ্য সংগ্রহ করে সবচেয়ে ধনী ১০ দেশের যে তালিকা তৈরি করেছেন Global Finance Magazine , আর এই রিপোর্টের শীর্ষ ধনী দেশ হলো লুক্সেমবার্গ। 


১. লুক্সেমবার্গ

লুক্সেমবার্গ হলো ইউরোপ মহাদেশের একটি সুন্দর দেশ।গত বছরের  রিপোর্টেও এই দেশটির অবস্থান বেশ শক্ত পোক্তই ছিল। তখনকার সময় এই দেশটির অবস্থান ছিল ৩য়। এবারের রিপোর্টে এই দেশটি এক লাফে তালিকার শীর্ষে চলে এসেছে। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয়ও গত বছরের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবছর তাই দেশটি তালিকার শীর্ষে। এই বছরে দেশটির আয় হলো ১ লাখ ১৮ হাজার ডলার, যা গত বছরের তুলনায় অনেক বেশি এবং গত বছরের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ডলার। লুক্সেমবার্গকে বলা হয়ে থাকে  ইউরোপের Tax Heaven অর্থাৎ ইউরোপের করস্বর্গ। দেশটির মাথাপিছু আয় সেই ২০১৫ সালেই  এক লাখ ডলার অতিক্রম করে ফেলেছিলো। এরপর এই দেশটিকে আর কোনো বাধাই দমিয়ে রাখতে পারেনি এবং পেছনেও ফিরতে হয়নি। যদিও বৈশ্বিক মহামারী করোনাতো ছিলই তবুও দেশটি থেমে থাকেনি অর্থনৈতিকভাবে ঠিকই বেশ সবলভাবেই দাঁড়িয়ে ছিল এবং  এই করোনা অর্থনীতিতে খুব কম প্রভাব ফেলেছিল। অবশ্য করোনার প্রাদুর্ভাবের কারণে অনেক ব্যবসা বন্ধ হয়েছিল। অনেক মানুষ কাজ হারিয়েছেন, তবে এরপরও মানুষের আয় খুব একটা কমেনি।

শিখন প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিখন কৌশলসমূহ|Teaching strategies for learning Disabled Children|

২. সিঙ্গাপুর

সিঙ্গাপুর হলো এশিয়া মহাদেশের একটি দেশ। গত বছরের রিপোর্টে এই দেশটির অবস্থান ছিল ৪র্থ। এ বছরে এসে পৌছিয়েছে ২য় অবস্থানে। এই দেশটির PPP GDPতে মাথাপিছু আয়  হলো ৯৭ হাজার ৫৭ ডলার। যা গত বছরের তুলনায় একটু কমেছে, তবে মজার ব্যাপার হলো আয় কমার পরও অবস্থান বেড়ে গিয়েছে । বিগত বছরে এই দেশটির PPP GDPতে মাথাপিছু আয় ছিল ১ লাখ ৫ হাজার ৭০০ ডলার। এশিয়া মহাদেশের TAX HEAVEN বা করস্বর্গ বলা হয়ে থাকে সিংগাপুরকে । এই দেশটি স্বাধীনতা অর্জন করে ১৯৬৫ সালে।  তখন যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে তেমন কিছুই ছিল না। আর সেই দেশটিই এখন বিশ্বের শীর্ষ ২য় ধনী দেশ। আসলে পরিশ্রম করলে আল্লাহ কখনোই কাউকে নিরাশ করেন না। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দেশের একজন নাগরিক বর্তমানে ২ হাজার ৩০০ কোটি ডলার সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের একজন।


৩।আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড হলো ইউরোপ মহাদেশের একটি দেশ। এই দেশটি সকলক্ষেত্রেই সমানভাবেই পারদর্শী খেলাধুলা, শিক্ষা, বানিজ্য যেকোনোক্ষেত্রেই অন্যান্য দেশ থেকে ঢের আগানো।

 ৯৪ হাজার ৩৯২ ডলার হলো এই দেশটির পিপিপ জিডিপিতে মাথাপিছু আয়। বিগত বছরের এই মাথাপিছু আয়ের পরিমান ছিল ৮৭ হাজার ডলার। তখনো আয়ারল্যান্ড সবকিছুর উপরে ছিল যখন  গোটা ইউরোপ ছিল কোভিড-১৯,ব্রেক্সিট, বাণিজ্যযুদ্ধ, উদ্বাস্তুসহ নানা সমস্যায় জর্জরিত। আমরা যদি একটা ব্যাপার লক্ষ্য করি যে ২০১৯ সালে  আয়ারল্যান্ড দেশটির  একারই প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৯ শতাংশ,যেখানে টোটাল ইউরোযানের ছিল ১০ শতাংশ। আমার ব্যক্তিগতভাবে আয়ারল্যান্ডকে ভীষণ ভালো লাগে।


৪. কাতার

কাতার হলো এশিয়া মহাদেশের একটি অন্যতম সেরা সম্বৃদ্ধ দেশ। বলা রাখা ভালো ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ হলো কাতার। Global Finance Magazine এর  তালিকায় গতবছর শীর্ষে ছিল কাতার। ২০ বছর ধরেই এই দেশটি এই কীর্তি ধরে রেখেছে।  যাইহোক ২০ বছরের ধারা এবারও অব্যাহত রয়েছে এবার বিশ্বের ধনী দেশের তালিকায় এই দেশটির অবস্থান ৪র্থ। এই দেশে অধিবাসী সংখ্যা মাত্র ২৮ লাখ এবং এই ২৮ লাখের ১২ শতাংশ স্থায়ী। PPP GDPতে এই দেশটির  মাথাপিছু আয় ৯৩ হাজার ৫০৮ ডলার। যা গত বছরের তুলনায় অনেকটা কমে গিয়েছে গতবছরে  এই মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ১ লাখ ৩৮ হাজার ৯০০ ডলার।


৫. সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড হলো ইউরোপ মহাদেশের অন্যতম সুন্দর একটি দেশ। পর্যটকদের প্রথম চয়েস হলো সুইজারল্যান্ড। এটাকে অনেকে স্বর্গেররাজ্যও বলে থাকেন। বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এই দেশটির অবস্থান বর্তমানে ৫ম। এই দেশটির পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ৭২ হাজার ৮৭৪ কোটি ডলার। এই দেশটির গত বছরের মাথাপিছু আয় বা মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ৬০০ ডলার। 


৬. নরওয়ে

নরওয়ে হলো আমেরিকা মহাদেশর অন্যতম ধনী একটি দেশ। অর্থনৈতিকভাবে এই দেশটি অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে রয়েছে। এই দেশটির মাথাপিছু জিডিপি হলো ৬৫ হাজার ৮০০। ১৯৬০ সালে এখানে তেল আবিষ্কার হয়। যত দিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ছিল, তত দিন দেশটির সমৃদ্ধি কেবলই বেড়েছে।  এই দেশটির সমৃদ্ধি দিনদিন বৃদ্ধিই পাচ্ছে এবং এই ধারা সম্ভবত অনেক অনেক বছর অব্যাহত থাকবে।

শিখন প্রতিবন্ধীতার ধরণসমুহ কি কি? ডিসলেক্সিয়া কি? ডিসগ্রাফিয়া কি? ডিসক্যালকুলিয়া কি? ডিসপ্রাক্সিয়া কি?

৭।যুক্তরাষ্ট্র

এই আর্টিকেলটি পড়ার আগে হয়তো অনেকেই গেস করছিলেন যে আমেরিকা হবে বিশ্বের শীর্ষ ধনী দেশ।  আসলে তা নয়, এই দেশটি বিশ্বের শীর্ষ ধনীর তালিকার লিস্টে রয়েছে ৭ম অবস্থানে। ২০২০ সালে করোনার ফলে যুক্তরাষ্ট্র অনেক কঠিন সিচুয়েশন পার করেছে। তবুও দেশটির অর্থনীতি এখনো সক্রিয়ভাবেই টিকে আছে। এই দেশটির পিপিপিতে মাথাপিছু আয় ৬৩ হাজার ৪১৬ ডলার। আমেরিকা অর্থনীতিতে আরো বেশি প্রবৃদ্ধি করবে বলে আশা করা যায়।


৮. ব্রুনেই দারুসসালাম

এই দেশটিকে এই তালিকায় দেখে হয়তো অনেকই অবাক হয়েছেন। অবাক হওয়ারই কথা আমি যখন আর্টিকেলটি লিখেছি আমিও অবাক হয়েছিলাম।

পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ৬২ হাজার ৩৭১ ডলার। এই দেশটি হলো এশিয়া মহাদেশের একটি দেশ। কোভিড-১৯-এ ক্ষতি হলেও অর্থনীতি এখন তা কাটিয় সক্রিয় হয়ে উঠেছে। 


৯. হংকং

হংকং হলো এশিয়া মহাদেশের অন্যতম একটি ধনী দেশ।এই দেশটির এই তালিকায় অবস্থান নবম। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ৫৯ হাজার ৫২০ ডলার। 


১০. ডেনমার্ক

ডেনমার্ক হলো ইউরোপ মহাদেশের একটি দেশ।  এই দেশটির অবস্থান ১০ম শীর্ষ ধনী দেশ হিসেবে। 

পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ৫৮ হাজার ৯৩২ ডলার, গত বছর যা ছিল ৬২ হাজার ৩৭১ ডলার। বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলো ডেনমার্ক।

ব্যতিক্রমধর্মী শিশু কি? ব্যতিক্রমধর্মী শিশুর বৈশিষ্ট্যসমূহ কি কি?।

এবার আসা যাক আমাদের বাংলাদেশের দিকে। 

বাংলাদেশ কতটা সমৃদ্ধ অর্থনীতির দিক দিয়ে। চলুন জেনে নেই বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত? বাংলাদেশ প্রতি বছর কত পরিমান জিনিসপত্র ক্রয় করে?

 বর্তমানে  বাংলাদেশ বিশ্বের ১৪০তম ধনী দেশ। ভারত ১২৮ ও পাকিস্তান ১৪৪তম ধনী রাষ্ট্র।

তবে বর্তমানে বাংলাদেশে অনেকগুলো মেগা প্রকল্প চালু রয়েছে। বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িতও হয়েছে।

আমরা আশা করতেই পারি যে ;নিকট ভবিষ্যৎতে আমাদের সোনার বাংলাদেশও বিশ্বের ৫০ টি শীর্ষ ধনীর তালিকায় থাকবে ইনশাআল্লাহ। 


শিখন প্রতিবন্ধীতা কি? শিখন প্রতিবন্ধীতা কেন হয়? শিখন প্রতিবন্ধীতার বৈশিষ্ট্যসমূহ কি কি?


Written By: Shahriar Tanzid Shaon


আমি শাহরিয়ার তানজিদ শাওন। আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ২য় বর্ষে অধ্যয়নরত আছি। পড়াশোনার পাশাপাশি ব্লগে আর্টিকেল লিখতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ



কোন মন্তব্য নেই

Blogger থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.