সরকারি চাকরির প্রস্তুতির জন্য সেরা ১০ টি ওয়েবসাইট |Best website for job preparation ||

 সরকারি চাকরির প্রস্তুতির জন্য সেরা ১০ টি ওয়েবসাইট 

আসসালামুআলাইকুম বন্ধুরা। আশাকরি সবাই খুব ভালো আছেন। 

Best website for job preparation 

সরকারি চাকরির প্রস্তুতিকে সুন্দর ও পরিপূর্ণ করার জন্য আপনার অবশ্যই এই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানা উচিৎ। আমরা সবাই জানি বর্তমান সময়ে চাকরির বাজারে কতটা প্রতিযোগিতামূলক পরিবেশ। আর এই চাকরির বাজারে বীরের মত টিকে থেকে সফলতা অর্জন করার জন্য অব্যশই আপনাকে ইউনিক কিছু কৌশল অবলম্বন করতে হবে। যে কৌশলগুলো প্রয়োগ করার ফলে আপনি অন্যান্য জব সিকারদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। তাই আপনি অবশ্যই একটু বেশি কিছু করবেন অন্যান্যদের তুলনায়। তাই আপনার এই সরকারি চাকরির প্রস্তুতিকে আরো বেশি সুন্দর করার জন্য আজকের এই আর্টিকেল। তাই আপনি এই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানুন এবং আপনার প্রস্তুতিকে অনেক সুন্দর করে তুলুন।


চলুন জেনে নেই কোন কোন ওয়েবসাইটগুলো রয়েছে এই লিস্টে-


বুক ডট এক্সামবিডি ডট নেট(Book.exam.net):

আমাদের লিস্টে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হলো book.exam.net। এই ওয়েবসাইটটি আসলেই বেশ সুন্দর । এটি হতে পারে আপনার চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা একটি মাধ্যম। এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সকল কিছু। যেমনঃ বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, চাকরির পরীক্ষা রিলেটেড সকল ধরণের বই,মাসিক কারেন্ট অ্যাফেরার্স,সাপ্তাহিক চাকরির খবর প্রভৃতি সবকিছুই এই একটি ওয়েবসাইটের ভিতরে। তাহলে আর দেরি কিসের এখনি এই ওয়েবসাইটে ভিজিট করে আপনার ফোনের হোমস্ক্রিনে রেখে দিন এবং আপনার প্রস্তুতিকে চাঙ্গা করে তুলুন।

Website link : https://book.exambd.net/?m=1


আইটিমনা ডট কম(itmona.com):

 আপনার জন্য এই ওয়েবসাইটটিও হতে পারে একটি অন্যতম হিডেন অপরচুনিটি। কারণ এই ওয়েবসাইটিকে যদি আপনি নিয়মিত ভিজিট করুন এবং নিয়মিত এদের দেওয়া নির্দেশনা মোতাবেক চলেন তাহলে আপনার প্রস্তুতি হবে সবার সেরা। এখানে আপনি চাইলে সবকিছু খুঁজে পাবেন যা যা দরকার আপনার চাকরির প্রস্তুতির জন্য। এখানে রয়েছে বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, চাকরির পরীক্ষা রিলেটেড সকল ধরণের বই,মাসিক কারেন্ট অ্যাফেরার্স,সাপ্তাহিক চাকরির খবর প্রভৃতি। এখন আপনিই ভিজিট করে দেখে আসুন ওয়েবসাইটটি কেমন!

আরো পড়ুনঃ জেনে নিন বিশ্বের যে ১২ টি দেশ শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়ে যেতে পারে | |

ওয়েবসাইটটির লিংকঃhttps://itmona.com/#


অনলাইন বিসিএস ডট কম(onlinebcs.com):

আপনার প্রস্তুতির জন্য সেরা ওয়েবসাইট হতে পারে এটি। এই ওয়েবসাইটটির ক্যাটাগরি অনেক সুন্দরভাবে সাজানো গোছালো থাকে। আপনি খুব সহজেই যেকোনো বিষয়ের বই প্রশ্ন খুঁজে বের করতে পারবেন। বিশেষ করে এই ওয়েবসাইটটি সরকারি চাকরির এবং বিসিএসের প্রস্তুতি বেশি প্রাধান্য দিয়ে এদের ওয়েবসাইটটি পরিচালনা করে থাকে। এখানেও আপনি পাবেন বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, চাকরির পরীক্ষা রিলেটেড সকল ধরণের বই,মাসিক কারেন্ট অ্যাফেরার্স,সাপ্তাহিক চাকরির খবর প্রভৃতি। এখনি ভিজিট করে আসুন এই ওয়েবসাইটটি।

ওয়েবসাইটটি ভিজিট করার লিংকঃ

https://onlinebcs.com/


বিডিনিয়োগ ডট কম(bdniyog.com):



বিডিনিয়োগ ডট কম বাংলাদেশের অন্যতম সেরা একটি চাকরির প্রস্তুতিভিত্তিক ওয়েবসাইট। আপনি চাইলে আপনার প্রস্তুতির জন্য এই ওয়েবসাইটিকেও বেছে নিতে পারেন। এটি আপনার প্রস্তুতিকে আরো বেশি সমৃদ্ধ করে তুলবে এবং চাকরির বাজারে অন্যান্যদের তুলনায় আপনি এগিয়ে থাকবেন। কারণ এই ওয়েবসাইটটিতে আপনি আপনার প্রয়োজনীয় সবকিছুই খুঁজে পাবেন। এখানে আপনি পাবেন বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, চাকরির পরীক্ষা রিলেটেড সকল ধরণের বই,মাসিক কারেন্ট অ্যাফেরার্স,সাপ্তাহিক চাকরির খবর প্রভৃতি। এখন আপনার উপর নির্ভর করে আপনি এই ওয়েবসাইটিকে বেছে নিবেন না অন্যটিকে নিবেন।

ওয়েবসাইটটির লিংকঃ 

https://www.bdniyog.com/

 

বেকারজীবন ডট কম(Bekarjibon.com):

বেকার জীবন ডট কম অন্যতম সুন্দর আরেকটি ওয়েবসাইট যেটি শুধু প্রস্তুতি কেন্দ্রিকই না এখানে আপনাকে অনুপ্রাণিত করা বিভিন্ন সফল ব্যক্তিদের জীবনীও শেয়ার করা হয়। তাই এখানে আপনার প্রস্তুতিও সুন্দর হবে এবং সাথে সাথে আপনি চাকরির পাওয়ার জন্য অনুপ্রাণিতও হবেন। এখানে আপনি পাবেন বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, চাকরির পরীক্ষা রিলেটেড সকল ধরণের বই,মাসিক কারেন্ট অ্যাফেরার্স,সাপ্তাহিক চাকরির খবর প্রভৃতি।এখনি দেখে আসুন ওয়েবসাইটটি।

ওয়েবসাইটটি ভিজিট করার লিংকঃ 

https://www.bekarjibon.com

 আরো পড়ুনঃ বিশ্বের শীর্ষ ১০ টি ধনী দেশের তালিকা| Top ten richest country in the world||


শেষ কথাঃ

আসলে আপনি যত যাই কিছুই করেন না কেন বা যত কৌশলই অবলম্বন করুন না কেন! তবে সরকারি চাকরি পাওয়ার জন্য আপনার থাকতে হবে ভাগ্য এবং করতে হবে কঠোর পরিশ্রম। তবে হ্যা উপরে উল্লিখিত ওয়েবসাইটগুলো আপনাকে অন্যদেরকে থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। আশা করছি আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে।

ধন্যবাদ সকলকে


Written By:Shahriar Tanzid Shaon

SHAON

আমি শাহরিয়ার তানজিদ শাওন। আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ২য় বর্ষে অধ্যয়নরত আছি। পড়াশোনার পাশাপাশি ব্লগে আর্টিকেল লিখতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ








কোন মন্তব্য নেই

Blogger থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.