যোগাযোগ বৈকল্য | যোগাযোগ বৈকল্যের লক্ষণসমূহ এবং কারণসমূহ | What is communication disorder | types of communication disorder||

☆যোগাযোগ বৈকল্য? 

Communication Disorder

যোগাযোগ বৈকল্য  হলো এমন এক বাধি যা অন্যদের সাথে কার্যকর ভাবে বক্তৃতা করার জন্য ভাষা শনাক্ত করতে বা  প্রয়োগ করার ক্ষমতাকে  প্রভাবিত করে। এই বিলম্ব এবং ব্যাধিগুলো সাধারণ শব্দ প্রতিস্থাপন থেকে শুরু করে নিজের মাতৃভাষা বুঝতে বা ব্যবহার করতে না পারা পর্যন্ত হতে পারে।

IDEA ( Individuals with  Disabilities Education Act)-এর
মতে,

যদি কোন শিশু বা ব্যক্তির মাঝে তোতলানো, উচ্চারণে সমস্যা ভাষা প্রক্রিয়া করণে সমস্যা অথবা কন্ঠস্বরে অক্ষমতা থাকে তাহলে সেটাকে বলা হয় যোগাযোগ বৈকল্য । 

ASHA (The American Speech - Language - Hearing Association) এর মতে,

কোন ব্যক্তির চিন্তা কিংবা বাচনিক, অবাচনিক ও গ্রাফিক  বার্তা গ্রহণ, প্রেরণ, প্রক্রিয়াকরণ ও উপলব্ধি করতে না পারাই হলো যোগাযোগ বৈকল্য। তাছাড়াও যোগাযোগ বৈকল্যে আক্রান্ত শিশুরা শব্দ তৈরি, শব্দ পছন্দ বা বাক্য গঠন করতে সমস্যার সম্মুখীন  হয়।

 

যোগাযোগ বৈকল্যের লক্ষন সমূহ

১. আক্রান্ত শিশু কথা বলতে বা শব্দ উচ্চারণ করতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়।
২. তারা কারোর সাথে কথা বলতে চায় না। অন্য কেউ কথা বলতে চাইলেও তারা  এড়িয়ে যেতে  চায়।
৩.  এরা কথা বলার সময় একই শব্দ বারবার বলে।
৪.  কথা বলার সময় খুবই আস্তে আস্তে কথা বলে।
৫. কথা বলার সময় কথার ক্রম  ঠিক রাখতে পারে না।
৬.  ইশারার মধ্যমে সকল কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করে।
৭. চোখে চোখ রেখে কথা বলতে পারে না।
৮. যোগাযোগ বৈকল্যের স্বীকার ব্যক্তির  কথা শুনতেও সমস্যা হয়।
৯. অন্যদের কথার অর্থ বুঝতে সমস্যা হয়।
১০. কথা বলার সময় ভুল করে।

Types of Communication Disorder

  1.  Speech Disorder : শব্দ তৈরিতে অসুবিধা.
  2.   Language Disorder :   এই ব্যাধি বিভিন্ন ধরনের আছে।

 

 Language Disorder বিভিন্ন ধরনের আছে।  সেগুলো হল:

  1.  Mixed receptive-expressive language disorder- একটি শিশুর বিকাশগত বিলম্ব এবং কথ্য ভাষা এবং কথা বলতে সমস্যা হয়। 
  2. Expressive  language disorder-  একটি শিশুর বিকাশে বিলম্ব এবং কথা বলতে সমস্যা হয়। 
  3. Speech sound disorders- বক্তৃতা-শব্দের ব্যাধি- একটি শিশুর একটি নির্দিষ্ট বয়সের পরে স্পষ্টভাবে শব্দ প্রকাশ করতে কষ্ট হয়।
  4. Childhood-onset fluency disorder- এটি তোতলামি নামেও পরিচিত।  এটি শৈশব থেকে শুরু হয় এবং সারা জীবন  স্থায়ী হতে পারে।
  5.  Social communication disorder- একটি শিশুর মৌখিক এবং অমৌখিক যোগাযোগের সমস্যা রয়েছে যা চিন্তার সমস্যার কারণে হয় না।

 

 Causes  of Communication Disorders

☞ অনেক ব্যাধিই আমাদের যোগাযেগের দক্ষতাকে প্রভাবিত করতে পারে। এই সমস্যাগুলির কিছু আছে যেগুলোর সাথে জেনেটিক উপাদান জড়িত কিন্তু প্রায় কারণগুলোই জানা যায় না (অজানা)।
 

যোগাযোগ ব্যাধির সাধারণ কিছু কারণ হলো-

•Deafness or other hearing  disorders
• Voice problems such as Dysphonia that are caused by a cleft palate  or lip.
• Stuttering  (তোতলানো)
• Developmental Disabilities
• Learning Disorders
• Neurologicaly/psyobological Disorders
• Intellectual  Disabilities
• Autism
• Brain injury
• Stroke
•Drug abuse.
 

Related:দৃষ্টি প্রতিবন্ধী শিশুর শিক্ষণ কৌশল|

Diagnosis - রোগ  নির্ণয়

  1. একজন Speech - Language প্যাথলজিস্টের সাথে পরামর্শ করা। যদি শিশুর মানসিক ও আচরণগত সমস্যা থাকে তাহলে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো।
  2. একটি পূর্ন  মূল্যায়নের মধে একটি শিশুর যুক্তির দক্ষতা , বিভিন্ন পরিহিতিতে প্রতিক্রিয়া এবং চিন্তাভাবনা পরীক্ষা করার জন্য চিন্তা করার ক্ষমতার মনস্তাত্ত্বিক পরীক্ষা অন্তভূক থাকতে পারে।

 


লিখেছেনঃ জুবায়ের রশীদ তামিম

Tamim
Zubayer Rashid TamimUniversity of RajshahiIER (2019-20)Special StreamHometown: Sirajganj
 


কোন মন্তব্য নেই

Blogger থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.